Home বিনোদন আত্মঘাতী হওয়ার কয়েকঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন বিদিশা

আত্মঘাতী হওয়ার কয়েকঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন বিদিশা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুরহস্যের আঁচ ঠাণ্ডা হতে না হতেই ফের শোরগোল টলিপাড়ায়। বুধবার রাতে প্রকাশ্যে আসে মডেল ও উঠতি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর খবর।

 

 

ইতিমধ্যেই বিদিশার প্রেমিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তবে বিদিশার অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর মাত্র কয়েকঘন্টা আগেও ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন বিদিশা। পালটে ছিলেন নিজের ফেসবুকের কভার ছবি ও প্রোফাইল পিকচার।

 

আরও পড়ুনঃ পল্লবীর পর আত্মঘাতী টলিউডের মডেল বিদিশা দে মজুমদার

 

বুধবার ভোররাতে (রাত ২.৩৩) নিজের ফেসবুকের কভার ও ডিপি পরিবর্তন করেন বিদিশা। শুধু তাই নয়, সাম্প্রতিক এক সৌন্দর্য প্রতিযোগিতার ফাঁকে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘যখন আমি নিজের প্রেমে পড়ি’। ছবিতে থাই স্লিট স্লিভলেস গাউনে রেড হট লুকে ধরা দিয়েছেন ২১ বছরের এই মডেল।

Related Articles

Leave a Comment