Home রাজনৈতিক ‘বার বার দল পরিবর্তনে বাংলায় বাজে প্রভাব পড়ছে,’ মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের

‘বার বার দল পরিবর্তনে বাংলায় বাজে প্রভাব পড়ছে,’ মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:“একটি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে রাজনীতিবিদদের নিয়ে। যে কোনও পার্টিতে বার বার দল পরিবর্তনে বাংলায় বাজে প্রভাব পড়ছে। যিনি গিয়েছেন, তিনি হয়ত নিজের স্বার্থে গিয়েছেন। এই নিয়ে দলের মধ্যে কথা হবে।” অর্জুন সিং এর দলবদল নিয়ে এবার এমন মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

 

পাশাপাশি এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে লকেট বললেন,“নাটক করছেন অনুব্রত মণ্ডল। গোটা বীরভূমকে সন্ত্রাসের জায়গা করে রাখা হয়েছে। গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, পাথর পাচার থেকে শুরু করে নানা রকমের পাচার হয়েছে। বীরভূমকে দুর্নীতির জায়গা করে রাখা হয়েছে। কোটি কোটি টাকা নিজেরা বানিয়েছে, দলে দিয়েছে।এই টাকার উৎস আস্তে আস্তে কালীঘাট পর্যন্ত পৌঁছাবে।”

 

আরও পড়ুনঃ SSC: ফের সিবিআই-এর মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়, চলছে জিজ্ঞাসাবাদ

 

রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে লকেট বলেন,”শুধু এসএসসি নয়, কলেজে কলেজে যখন অনলাইন পরীক্ষা হয়েছে, অ্যাডমিশন হয়েছে, সেই সময়েও প্রচুর হয়েছে। গর্ভবতী মায়েদের হাসপাতালে ভর্তির সময় থেকে শুরু করে শ্মশানে নিয়ে গিয়ে সৎকারের সময়ও তোলাবাজি করা হয়েছে। গোটা তৃণমল দলটা তোলাবাজিতে ভরে গিয়েছে। জন্ম থেকে মৃত্য পর্যন্ত তোলাবাজি। কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসছে। এই সব টাকা শেষ পর্যন্ত বড় বড় নেতা-মন্ত্রীর পকেটে গিয়েছে এবং এই টাকা কালীঘাটে পৌঁছেছে।”

Related Articles

Leave a Comment