কলকাতা টুডে ব্যুরো:অফলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকেই মান্যতা দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ফলাইনেই। অনলাইনে পরীক্ষার দাবি করে মামলা করেছিল ছাত্ররা। ছাত্রদের করা সেই মামলাতেই এদিন অফলাইনে পরীক্ষার নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা দাবি করে জুন মাসে প্রথম জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলায় মোট তিনটি আবেদন করা হয়েছিল। প্রথম আবেদন, পরীক্ষা নিতে হবে পুরো সিলেবাস শেষ করে। দ্বিতীয়, সিলেবাসের পরিমাণ কমাতে হবে। তিন, পরীক্ষা নিতে হবে হোম সেন্টারেই। আবেদনকারীদের অভিযোগ ছিল ১৮০ দিনও ক্লাস হয়নি। ফলে সিলেবাস শেষ হয়নি। তাই অনলাইনে পরীক্ষার আবেদন জানায় পড়ুয়ারা। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিল।