Home সংবাদসিটি টকস Nizam Palace নয় চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে Anubrata Mondal-এর গন্তব্য সেই SSKM হাসপাতাল

Nizam Palace নয় চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে Anubrata Mondal-এর গন্তব্য সেই SSKM হাসপাতাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:চিনার পার্কের বাড়ি থেকে রওনা দিলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে সিবিআই তলবে সোমবার নিজাম প্যালেসে তিনি যাবেন না বলেই জানা যাচ্ছে। তাকে ফের সিবিআই কর্তারা তলব করেছেন।

সোমবার তিনি যেতে পারবেন না বলেই ইমেল করে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে সিবিআই পাল্টা ইমেইল করে অনুব্রত মণ্ডল কে জানান সোমবারই তাকে হাজিরা দিতে হবে। তবে সোমবার তিনি চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে যাচ্ছেন। এমনকি এসএসকেএম হাসপাতালে উঠবান বোর্ডের তার জন্য একটি কেবিন বুক হয়ে গেছে বলেই জানা যাচ্ছে।

চিনার পার্কের আবাসনে রবিবার রাতেই এসে পৌঁছন অনুব্রত মণ্ডল। গন্তব্য এসএসকেএম হাসপাতাল। সূত্রের খবর, হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসার কথা রয়েছে।

Topics

Cattle Smuggling CBI Anubrata Mondal  Administration Kolkata

Related Articles

Leave a Comment