Home সংবাদবর্তমান ঘটনা দুর্নীতির ক্ষেত্রে তৃণমূলের জিরো টলারেন্স,’ বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

দুর্নীতির ক্ষেত্রে তৃণমূলের জিরো টলারেন্স,’ বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:দলনেত্রী-সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, মানুষের পক্ষে যা ক্ষতিকর বা মানুষকে যদি কেউ ঠকায়, সেই কাজকে দল সমর্থন করে না। আগে এবং আজও তৃণমূলের এই বিষয়ে অবস্থান একই। মানুষের সমর্থনে তিন বার তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই মানুষের আশীর্বাদ ছাড়া কোনও সম্পদে তৃণমূলের আর কোনও আগ্রহ নেই। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করল তৃণমূল শিবির।

কোনও অনৈতিক কাজ এবং দুর্নীতিকে তৃণমূল প্রশ্রয় দেয় না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দলের। অনুব্রতর গ্রেফতারির পর জানাল তৃণমূল কংগ্রেস।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের সাংবাদিক বৈঠক করে বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো নিরপেক্ষ চেহারা হারিয়ে ফেলছে। সবার সঙ্গে নিরপেক্ষ ব্যবহার করুক তদন্তকারী সংস্থাগুলো। এটুকু আশা আমরা করতেই পারি। কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রের শাসক দলের কারও বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো উঠেপড়ে লাগে। কিন্তু কেন্দ্রের শাসক দলের পক্ষে কেউ অভিযুক্ত হলে, সেই তৎপরতা দেখা যায় না।’

Topics

Chandrima Bhattcharya BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment