Home সংবাদসিটি টকস গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এদিন আদালত অনুভূত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এদিন আদালত অনুভূত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেয়।

অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিন আদালতকে বলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ সে কারণেই তাকে জামিন দেয়া হোক তার বিরুদ্ধে যে প্রভাবশালী তথ্য উঠছে সেই বিষয়ে আইনজীবী বলেন প্রয়োজন হলে তিনি বীরভূমে যাবেন না নিজাম প্যালেসের কাছাকাছি বাড়ি ভাড়া নিয়ে থাকবেন।

অন্যদিকে সিবিআই এর আইনজীবী তার জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতকে জানায় তিনি একজন প্রভাবশালী ব্যক্তি সে কারণেই তারা ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল কে পাঠানো হোক সেই আবেদন রাখছেন আদালতের কাছে। এক ঘন্টা ধরেই অনুব্রত মণ্ডলের সোনালী চলে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে শেষমেশ আদালত জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান অনুব্রত মণ্ডলকে।

Topics

Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata

Related Articles

Leave a Comment