Home সংবাদসিটি টকস খারিজ জামিনের আরজি, ১৪ দিনের জেল হেফাজতে কেষ্ট

খারিজ জামিনের আরজি, ১৪ দিনের জেল হেফাজতে কেষ্ট

ফের ১৪ দিনের জেল হেফাজতে কেষ্ট। শুক্রবার এই নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিন সিবিআই হাতিয়ার করে সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের 'বাঘ' মন্তব্যকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফের ১৪ দিনের জেল হেফাজতে কেষ্ট। শুক্রবার এই নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এদিন সিবিআই হাতিয়ার করে সম্প্রতি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘বাঘ’ মন্তব্যকে। ২৫ নভেম্বর ফের হবে শুনানি। শুক্রবার ফের তাকে আদালতে পেশ করা হবে।

দু’‌পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক অনুব্রতর জামিনের আবেদন খারিজ করেন।জেল হেফাজত শেষে শুক্রবার ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে। শুনানির শুরু থেকেই অনুব্রতর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। যার বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি হিসাবে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, মামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া ফিরহাদ হাকিমের ‘বাঘ’ মন্তব্যকে হাতিয়ার করে সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত যে প্রভাবশালী সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক জামিনের আর্জি খারিজ করে দেন। অনুব্রত মণ্ডলের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে যে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তা প্রত্যাহার করে নিয়েছে।

Related Articles

Leave a Comment