কলকাতা টুডে ব্যুরো: গুটি গুটি পায়ে এগিয়ে আসছে শীত। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রার পারদ। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ” এই মুহূর্তে আমাদের রাজ্যে উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করছে।তাই আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের শুষ্ক ওয়েদার থাকবে। শুধু শুক্রবার দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা কমবে।আগামী রবিবার থেকে কলকাতার রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী কমে যাবে। যেহেতু উত্তর-পশ্চিমের শীতল বাতাস প্রবেশ করছে রবিবার থেকে কলকাতার তাপমাত্রা কুড়ির নিচে নেমে যাবে। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৮ এর নেবে যাওয়ার সম্ভাবনা।। তবে কলকাতা দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি আশে পাশে থাকবে।