Home সংবাদবর্তমান আপডেট আগামী ২০ আগস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ Anubrata Mondal-কে

আগামী ২০ আগস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ Anubrata Mondal-কে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আগামী ২০ আগস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর আদালতে তোলা হয়। আদালতের কাছে কাছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। সেইমতো সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

৪৮ ঘন্টার ব্যবধানে অনুব্রত মণ্ডল কে শারীরিক পরীক্ষা করাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। নিজেদের হেফাজতে পাওয়ার পর নিজাম প্যালেসে অনুব্রতকে দফায় দফায় জেরা করবে সিবিআই।

জামিনের আবেদন করা হয়নি। দাবি করলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই তাঁর নাম কোন সূত্রে পাওয়া গেল এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেখানে দেখা যায়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই এই গরুপাচার মামলা নিয়ে তৎপরতা শুরু করে ED–CBI। এই মামলার তদন্তে নেমে মূল অভিযুক্ত এনামুল হককে নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকেই জট খুলতে শুরু করে।

Topics

Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata

 

Related Articles

Leave a Comment