কলকাতা টুডে ব্যুরো:তাঁর নামে কোনও বেনামি সম্পত্তি নেই, দাবি করলেন অনুব্রত মন্ডল।শনিবার ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। এদিন সকালে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সিবিআই তদন্তে পুরো সহযোগিতা করছেন বলে জানান অনুব্রত। সেই সঙ্গে তিনি আরও বলেন, তাঁর নামে কোনও বেনামি সম্পত্তি নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, তদন্তে ১০০ বার সহযোগিতা করেছেন। শারীরিক পরীক্ষার পরেই আসানসোলের বিশেষ আদালতে ফের তোলা হবে বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে। সম্ভবত ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করতে পারে সিবিআই।
শুক্রবার বীরভূমের ভোলে ব্যোম রাইস মিলে তল্লাশি চালায় সিবিআই। যদিও সেখানে প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ঢুকতে দেওয়া হয়নি। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পরে অবশেষে সেই রাইস মিলে ঢুকতে পারেন সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। গ্রেফতারের আগে অন্তত ১০ বার সমন করা হয়েছিল অনুব্রতকে। কিন্তু তার মধ্যে মাত্র ১ বার তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। শেষে অনুব্রতর বাসভবনে গিয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal Administration Kolkata