কলকাতা টুডে ব্যুরো:SSKM চত্বরে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে দেখে গরু চোর বলে টিপ্পনি কাটলেন রোগীর আত্মীয়রা।
সোমবার SSKM হাসপাতালে এসেছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। চিকিৎসকদের সাত সদস্যের টিম অনুব্রত শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন। তারপর তাঁরা জানিয়ে দেন হাসপাতালে ভর্তির দরকার নেই। দীর্ঘক্ষণ হাসপাতালে কাটিয়ে এরপর তিনি বেরিয়ে যান। তাঁকে ঘিরে সংবাদমাধ্যমের ভিড়। কেষ্ট মণ্ডলকে ঘিরে নিরাপত্তারক্ষীদের বেষ্টনি। তিনি একবার চারদিক তাকিয়ে নেন। এরপর সটান গাড়িতে।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হাড়োয়ার বাসিন্দা বাপ্পা নামে ওই যুবক জানিয়ে দেন, সবাই বলছে চোর চোর, আমিও বলেছি। গরু পাচার মামলাতেই তাকে সিবিআই ডেকেছে। তিনি পাবলিকের টাকায় এসব করেন। তাকেও এবার বুঝতে হবে।সম্প্রতি জোকা ইএসআই হাসপাতালের বাইরে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখেও এক মহিলা জুতো ছুঁড়ে মারেন। এনিয়ে শোরগোল কম হয়নি। সংশোধনাগারে গিয়েও তাঁকে শুনতে হয়েছে চোর চোর ডাক। এবার এসএসকেএম চত্বরে গরু চোর ডাক ভেসে এল অনুব্রতকে নিশানা করে।
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal SSKM Hospital Administration Kolkata