Home সংবাদসিটি টকস Anubrata Mondal- কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানালেন SSKM-এর চিকিৎসকরা

Anubrata Mondal- কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, জানালেন SSKM-এর চিকিৎসকরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অনুব্রত মণ্ডল কে হাসপাতালে ভর্তি প্রয়োজন নেই জানিয়ে দিলেন এসএসকেএম এর চিকিৎসকর। ক্রনিক অসুখে ভুগছেন অনুব্রত মণ্ডল চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রয়োজন নেই বলেই অনুব্রত মণ্ডলের জন্য গঠিত ৭সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একথা জানালেন।

সোমবার সিবিআই আধিকারিকরা তলপ করেছিল অনুব্রত মণ্ডল কে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইমেইল মারফত অনুব্রত মণ্ডল সিপিআই আজকের জানান তিনি হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছেন। সেই কারণে হাজিরা দিতে পারবেন না বলেও জানান অনুব্রত মণ্ডল।

সোমবার চিনার পার্কের ফ্ল্যাট থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে চলে আসেন অনুব্রত মণ্ডল। সেখানেই মেডিকেল টিম তার চিকিৎসা শুরু করে। তার শারীরিক পরীক্ষার পর তারা স্পষ্ট জানিয়ে দেন অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।

Topics

Cattle Smuggling CBI Anubrata Mobdal SSKM Hospital Administration Kolkata

 

Related Articles

Leave a Comment