Home সংবাদসিটি টকস ‘অনুব্রত মণ্ডলের কথাতেই ১৪ দিনের বেড রেস্টের পরামর্শ লিখে দেন,’বিস্ফোরক চিকিৎসক

‘অনুব্রত মণ্ডলের কথাতেই ১৪ দিনের বেড রেস্টের পরামর্শ লিখে দেন,’বিস্ফোরক চিকিৎসক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অনুব্রত মণ্ডলের কথাতেই তিনি ১৪ দিনের বেড রেস্টের পরামর্শ লিখে দেন।অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা নিয়ে টানাপোড়েন-দোলাচালের মধ্যেই এবার বিস্ফোরক চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর স্পষ্ট কথা, সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিতে বলেন সুপার। একইসঙ্গে তিনি জানান, তাঁকে বেড রেস্ট লিখে দেওয়ার জন্য অনুরোধ করেন খোদ অনুব্রত মণ্ডলই।

চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর কথায়, ‘সাদা কাগজে লিখে দিন’, নির্দেশ দিয়েছিলেন বোলপুর মহকুমা হাসপাতালের সুপারের। ওদিকে ‘১৪ দিনের বেড রেস্ট লিখে দিন’, অনুরোধ করেন অনুব্রত মণ্ডলের।  এই চিকিৎসকই মঙ্গলবার বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যান তাঁকে দেখতে।

চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর গণমাধ্যমে বলেন, ‘এবার আমি আর একজন ব্রাদার গিয়েছি। এমন নয় যে হাসপাতালের মত অনেক ডাক্তার, নার্সের মধ্যে আছি। আমি ওনার বাড়িতে গিয়েছি। উনি একজন সভাপতি। উনি অনুরোধ করছেন। আমি সেটা ফেলতে পারিনি। এটা হাসপাতাল হলে হয়তো ক্ষেত্রটা অন্য হত। আমাকে সুপার যা বলেছেন, আমি সেটাই পালন করেছি মাত্র। আমি ওনাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা বলেছিলাম। কিন্তু সুপার বলেন, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই।’

Topics

Cattle Smuggling CBI Anubrata Mondal Health Administration Kolkata

Related Articles

Leave a Comment