Home সর্বশেষ সংবাদ ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই  দফতরে Anubrata Mandal

ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই  দফতরে Anubrata Mandal

by Kolkata Today
কলকাতা টুডে ব্যুরো:ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই  দফতরে অনুব্রত মণ্ডল। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে হাজিরা দিলেন তিনি। মঙ্গলবার দিন অনুব্রত মণ্ডলকে নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। মূলত ইলামবাজারের গৌরব সরকার হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার রাতে বোলপুর থেকে নিউটাউনের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত মণ্ডল। ২০২১ সালের ২ মে ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই মামলাতেই তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। ইতিমধ্যেই তিনবার হাজিরা এড়িয়েছেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। যদিও অনুব্রতর পৌঁছনোর আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তাঁর দুই আইনজীবী।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এসএসকেএম  হাসপাতালে ভরতি হন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। টানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি।

Related Articles

Leave a Comment