কলকাতা টুডে ব্যুরো:কোভিড আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর শরীরে হালকা জ্বর এবং আরও কিছু উপসর্গ রয়েছে। বিষয়টি সামনে আসার পরই, নিজেকে আইসোলেট করে রেখেছেন তিনি। জানা গেছে, কিছু উপসর্গ দেখা দেওয়ার পরই তাঁর কোভিভ পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।
এদিন রণদীপ সুরজেওয়ালা আরও জানিয়েছে, গত কয়েকদিন বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছিলেন সনিয়া গান্ধী। তাঁদের অনেকে করোনায় অক্রান্ত হয়েছে। বুধবার তাঁর হালকা জ্বর আসে।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট সোনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ৮ জুন সোনিয়া গান্ধীর হাজিরা দেওয়ার কথা। তার আগে করোনা আক্রান্ত হলেন তিনি।