নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে ভর্ৎসিত হল সিবিআই
নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে ভর্ৎসিত হল সিবিআই। শুনানির দিন আদালতে গরহাজির তদন্তকারী অফিসার। জমা পড়েনি প্রয়োজনীয় নথিও। এ ধরনের আচরণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে আশা করা যায়না নয়, পর্যবেক্ষণ আলিপুর বিশেষ আদালতের বিচারকের।
গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের বিশেষ আদালতে তোলা হয়। সেখানে হাজির ছিলেন এস পি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তিনি তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। পালটা সময় চায় সিবিআই। তাঁর অভিযোগ,তদন্ত এখনও বাকি রয়েছে। তবুও সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা করেছে। ফরেন্সিকের রিপোর্ট এখনও আসেনি।
বিচারক জানান কীভাবে তদন্ত শেষ হল বলা যায়? এ প্রসঙ্গে তিনি উচ্চ আদালতের নির্দেশের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, উচ্চ আদালত দুমাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন । এর পরেও কীভাবে তদন্ত চলতে পারে?
সিবিআই আইনজীবীকে থামিয়ে বিচারক জানতে, তদন্তকারী আধিকারিক কোথায়?
উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, “আমরা যা তথ্য সংগ্রহ করেছি সব কেস ডায়েরিতে রয়েছে।” সিবিআই আইনজীবীকে থামিয়ে বিচারক জানতে, তদন্তকারী আধিকারিক কোথায়? আইও-কে না দেখে হতবাক হয়ে যান বিচারক। বলেন,”আদালতে আইও থাকা উচিত ছিল।” এর পর বিচারক জানান, “আদালতের নির্দেশ পালন করা হয়নি।” তাঁর মতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ভূমিকা কাম্য নয়। তারা নথি জমা না করায় অভিযুক্তদের আইনজীবীরাও সওয়াল করতে পারছেন না। পরবর্তী শুনানির আগে সমস্ত নথি জমা করার নির্দেশ দিয়েছে আদালত।