কলকাতা টুডে ব্যুরো:বগটুই কাণ্ডে অবশেষে চার্জশিট জমা দিল সিবিআই। প্রায় ৯০ দিনের মাথায় এই চার্জশিট জমা দিলেন আধিকারিকরা। চার্জশিটে ১৮ জনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে।
বীরভূমের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সিলবন্ধ খামে চার্জশিট পেশ করেছে সিবিআই। সূত্রের খবর এই জার্সিটা উল্লেখিত ১৮ জনের মধ্যে আনারুলের নাম রয়েছে।
আরও পড়ুনঃ বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতার করা হয়। ২৫ মার্চ উচ্চ আদালতের নির্দেশে বগটুই গণহত্যা-কাণ্ডের তদন্তভার সিবিআই গ্রহণ করে। সিবিআই-এর আইজি অখিলেশকুমার সিংহের নেতৃত্বে বগটুই গ্রামে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।