Home সর্বশেষ সংবাদ Hemant Soren ED News Update: জমি ‘দুর্নীতি’ মামলায় হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার আদালতে হাজির করাল ইডি

Hemant Soren ED News Update: জমি ‘দুর্নীতি’ মামলায় হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার আদালতে হাজির করাল ইডি

by Web Desk
Hemant Soren ED News Update: জমি ‘দুর্নীতি’ মামলায় হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার আদালতে হাজির করাল ইডি

জমি ‘দুর্নীতি’ মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হেমন্ত সোরেনকে

জমি ‘দুর্নীতি’ মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে হেমন্ত সোরেনকে। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করাল ইডির আধিকারিক দল। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের বিশেষ আদালতে হাজির করানো হয় হেমন্তকে। দেখা যায়, ইডির গাড়ি থেকে নেমে হাসতে হাসতেই আদালতে ঢুকছেন তিনি।

আদালতের বাইরে দাঁড়ানো ইডির গাড়ি থেকে নামেন হেমন্ত। মুখে লেগে আছে চওড়া হাসি। আশপাশে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাতও নাড়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলাই বাহুল্য এক সময়ে হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতেও দেখা গিয়েছে তাঁকে। গাড়ি থেকে নেমে আদালতে ঢোকা পর্যন্ত হাসিমুখেই ছিলেন হেমন্ত।

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন

জমি ‘দুর্নীতি’ মামলায় বুধবার রাতে হেমন্তকে গ্রেফতার করে ইডি। জানা যায় তার আগেই রাজভবনে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। জেএমএমের তরফে জানানো হয়, বিধানসভায় তাদের দলনেতা হবেন রাজ্যের বর্তমান পরিবহণ মন্ত্রী চম্পই সোরেন।

নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন হেমন্ত। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছ্নত তিনি । শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ওই মামলার শুনানি হবে। যদিও প্রথমে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। সেখান থেকে পরে আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়।

ইতিমধ্যেই জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে হেমন্তের। ৬০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করার আগে তাঁর রাঁচীর বাসভবনে সাত ঘণ্টা তল্লাশি চালায় ইডি। গত কয়েক দিন ধরেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁর খোঁজ করা হচ্ছিল। রবিবার রাত থেকে হঠাৎ বিজেপির তরফে দাবি করা হয়, যে হেমন্ত ‘নিখোঁজ’। রবিবার শেষ বার দিল্লি বিমানবন্দরে নামতে দেখা গিয়েছিল তাঁকে। এতকিছুর পর  হেমন্তের দিল্লির বাড়িতে গিয়েও তাঁকে পায়নি ইডি। এমনকি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর জন্য দিল্লির ঝাড়খণ্ড ভবনেও খোঁজ করা হয়। সেখানেও ছিলেন না তিনি। ইডি হেমন্তের ফাঁকা বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিএমডব্লিউ গাড়ি পায়। আর নগদ ৩৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। এর পরে প্রায় ৩০ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পরে রাঁচীতে নিজের বাড়ির সামনেই দেখা যায় হেমন্তকে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বসেই নিজের দল জেএমএম-এর বিধায়কদের সঙ্গে বৈঠক করেন হেমন্ত। বুধবার তল্লাশির তাঁকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Comment