Home সর্বশেষ সংবাদ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ,গ্রুপ সি মামলায় নতুন FIR সিবিআই-এর

তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ,গ্রুপ সি মামলায় নতুন FIR সিবিআই-এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:SSC নিয়োগ-দুর্নীতি মামলায় শনিবার তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শনিবারও নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। শুক্রবার জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরেই মন্ত্রীকে ফের হাজিরার নোটিস দেওয়া হয়।

 

 

সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে শুক্রবার মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে।

 

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে মাঙ্কি পক্সের আতঙ্ক,বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করল মোদী সরকার

 

অন্যদিকে এবার গ্রুপ সি মামলায় নতুন এফআইআর সিবিআই-এর । এফআইআরে নাম রয়েছে, শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্‍ আচার্য-সহ ৫ জনের। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা। জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের।

Related Articles

Leave a Comment