Home সংবাদসিটি টকস তরুণ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তরুণ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে দেখা করতে নিজে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করলেন তিনি।

 

গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন কী ধরনের ছবি তৈরি করেছেন তরুণ মজুমদার। তিনি উল্লেখ করেছেন, ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে কী ভাবে আবিষ্ট করে রাখে, সে কথাও স্মরণ করেছেন মমতা।

 

 

 

উল্লেখযোগ্য ছবি হিসেবে বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো-র কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পরিচালকের মুকুটে পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মত একের পর এক পালক যুক্ত হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

আরও পড়ুনঃ প্রয়াত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার

মমতা বলেছেন, ‘তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Related Articles

Leave a Comment