কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার পাহাড়ে একদম অন্য মেজাজে ধরা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সদ্য চালু হওয়া দার্জিলিং কফি হাউসে গাইলেন গান, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে নিজে হাতে বানালেন ফুচকা।
মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর চলে যায় রাস্তার ধারের একটি ফুচকার দোকানে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এসে দোকানের বয়াম থেকে ফুচকা নিয়ে নিজের হাতে তাতে মশলা দিয়ে ফুচকা বানাতে লেগে পড়েন মুখ্যমন্ত্রী। তৈরি ফুচকা তেঁতুল গোলা জলে ঢুবিয়ে তা তুলে দেন বাচ্চাদের হাতে। তাঁকে দেখে ছোটখাটো ভিড় জমে যায়। ফুচকা বানানোর ফাঁকে সবার সঙ্গে কথাও বলেন মমতা।
আরও পড়ুনঃ ’মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হবে না,’বিজেপিকে তোপ অভিষেকের
এ দিন দার্জিলিংয়ে নতুন কাফে হাউসের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদবোধন শেষে আড্ডায় মজে যান। গলা মেলান রবীন্দ্র সঙ্গীতেও।