Home সংবাদসিটি টকস ED-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেকের

ED-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অভিষেকের

প্রায় সাত ঘণ্টা সময় ধরে জিজ্ঞাসাবাদের পর CGO complex থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রায় সাত ঘণ্টা সময় ধরে জিজ্ঞাসাবাদের পর CGO complex থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। জেরা শেষে বেরিয়ে এক রাস ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। CGO complex থেকে বেরিয়ে সাংবাদিদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”গতকাল আমরা কাছে কুরিয়ার মারফত তলবের চিঠি এসে পৌঁছেছে আমার কাছে।আমার কথা মতো তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। এই নিয়ে তৃতীয়বার ইডির অফিসে হাজিরা দিলাম। ” তিনি এদিন আরো বলেন, “গত দুইবার দিল্লিতে যেতে হয়েছিল। কিন্তু এইবার দিল্লি থেকে আদালতের নির্দেশে কলকাতায় আসতে হচ্ছে। এটা প্রথম নৈতিক জয়।”

তিনি নিজের পুরনো এক বক্তব্যও স্মরণ করিয়ে বলেন, “আমি তো দুই বছর আগেই বলেছি। আমার সঙ্গে বিন্দুমাত্র কোনও যোগসাজস বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারিতে প্রতিষ্ঠিত করতে পারে, যদি পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি… তাহলে আমার পিছনে ইডি বা সিবিআই লাগানোর দরকার নেই। একটি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না।”

অভিষেক আরও বলেন, “তিন বার আমি তদন্তে নিজে অংশগ্রহণ করেছি। আমায় ডাকা হয়েছে। আমার স্ত্রীকে দুইবার সিবিআই, একবার ইডি থেকে ডেকেছে। অর্থাৎ, ছয়বার আমাকে ও আমার স্ত্রীকে ডাকা হয়েছে। ৬০ ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ হয়েছে। নিট ফল শূন্য। আমি আজ লিখিত বয়ান দিয়েছি। প্রথমবার যখন গিয়েছিলাম, তখনও লিখিত বয়ান দিয়েছি। আমাকে যখন ডেকেছে, আমার সীমাবদ্ধ ক্ষমতা ও এক্তিয়ার অনুযায়ী যতটা সাহায্য করা দরকার, আমি সহযোগিতা করতে প্রস্তুত।”

Topics

Coal Scam ED Abhishek Banerjee Administration Kolkata

Related Articles

Leave a Comment