Home সংবাদসিটি টকস খুঁটি পুজোয় প্লাস্টিক প্যাকেট ব্যবহার নিয়ে সচেতনতার উদ্বেগ

খুঁটি পুজোয় প্লাস্টিক প্যাকেট ব্যবহার নিয়ে সচেতনতার উদ্বেগ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বেহালা মুরাদপুর আমরা কজন ক্লাবের খুঁটি পুজোয় এবার অভিনব উদ্যোগ। প ৭৫ মাইক্রোনের উপরে প্লাস্টিক প্যাকেট যাতে ব্যবহার করে ক্রেতা এবং ব্যবসায়ী তার জন্য এক অভিনব উদ্যোগ নিলপূজা কমিটি মহিলা দ্বারা পরিচালিত এই পূজা কমিটির।উল্টো রথের দিন তাদের প্রথমবার দুর্গাপুজোর খুঁটি পূজো অনুষ্ঠিত হল এবং সেখানে এলাকার বাজারে যেসব ব্যবসায়ীরা ৭৫ মাইক্রোনের উপরে প্লাস্টিক ব্যবহার করছে তাদেরকে মিষ্টি উপহার দিলেন এবং যারা ব্যবহার করছেন না তাদেরকে অনুরোধ করলেন যাতে তারা ৭৫ মাইক্রোনের উপরে প্লাস্টিক প্যাকেট ব্যবহার করে। এই মুরাদপুর আমরা কজন ক্লাবের মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজার খুঁটিপুজো অনুষ্ঠিত হল ।এই পুজোর বৈশিষ্ট্য হল এলাকার মহিলারা এই পুজোর আয়োজন কলেন।

Related Articles

Leave a Comment