Home সংবাদ পাঁচ বছরের ব্যবধান, শুরু হচ্ছে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির

পাঁচ বছরের ব্যবধান, শুরু হচ্ছে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির

২৯ আগস্ট থেকে আবার শুরু হচ্ছে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির। পাঁচ বছরের ব্যবধানে সূচনা এই ৩ দিন ব্যাপী শিবিরের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ২৯ আগস্ট থেকে আবার শুরু হচ্ছে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির। পাঁচ বছরের ব্যবধানে সূচনা এই ৩ দিন ব্যাপী শিবিরের। সোমবার থেকে এই শিবির চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বিলাসবহুল বৈদিক ভিলেজে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি। এর আগে ২০১৭ সালে হলদিয়ায় চিন্তন শিবির হয়।

দুপুর ২ টো থেকে শুরু এই শিবির।এই তিনদিন কেউ বাইরে বের হতে পারবেন না। প্রত্যেককেই থাকতে হবে বৈদিক ভিলেজে, এমনটা নির্দেশ বিজেপির তরফে।সূত্রের খবর, এই প্রশিক্ষণ শিবিরের আলোচনার মধ্যে থাকবে নরেন্দ্র মোদী সরকারের সাফল্য, সংগঠন পরিচালনার ক্ষেত্রে দলের কর্তব্য, কর্মীদের নিয়ম-শৃঙ্খলা বজায় ও দলের মধ্যে ঐক্যের বাতাবরণ সৃষ্টি করে একসঙ্গে কাজ করে দল কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টিও শেখানো হবে এই প্রশিক্ষণ শিবিরে।

Topics

Conference BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment