Home সংবাদসিটি টকস SSC দুর্নীতির শিকড় বহুদূর, বক্তব্য দিলীপের

SSC দুর্নীতির শিকড় বহুদূর, বক্তব্য দিলীপের

SSC দুর্নীতির শিকড় ইতিমধ্যে পৌঁছেছে বহু গভীরে। CBI এর হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC দুর্নীতির শিকড় ইতিমধ্যে পৌঁছেছে বহু গভীরে। CBI এর হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছে প্রাক্তন দুই SSC কর্তা। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠেছে বহু নয়া তথ্য। উঠে এসেছে দুই মিডিল ম্যানের নামও। তাদের কাছ থেকেও মিলেছে বহু নথি।তাঁদের গ্রেফতারি প্রসঙ্গে সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি Dilip Ghosh। তাঁর বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যাঁদের সন্দেহ করছেন তাঁদেরই গ্রেফতার করছেন। এই দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত রয়েছে বলে দাবি BJP নেতার।

সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘ওরা যাকে সন্দেহ করছে তাকে ডাকছে। জেরা করছে। তার মধ্যে কে যুক্ত কে যুক্ত নয় সেটা ভবিষ্যৎ বলবে। তথ্য প্রমাণ করতে গিয়ে অনেক দূর অবধি চলে যাচ্ছে শিকড়। আমাদের মনে হয় যাদের হাত দিয়ে এগুলো হয়েছে তাদেরকে টার্গেট আগে করা উচিত।’

বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি CBI এর তদন্তে অসন্তুষ্ট থাকলেও সোমবার প্রাতঃভ্রমনে এসে তার গলায় শোনা যায় অন্য সুর। তিনি বলেন,‘কত দূর অবধি তদন্ত এগিয়েছে তা বোঝা যায়। কারণ তাদেরও একটা কাজের সীমা আছে, শক্তির সীমা আছে। তারা তাদের মত করছেন। যে মাধ্যমে গিয়ে মূল সমস্যায় পৌঁছানো যাবে। অপরাধীদের কাছে পৌঁছানো যাবে সেই কাজ শুরু করেছেন। আমাদের বক্তব্য ছিল মানুষের সুবিচার পাওয়ার জন্য ত্রাহি-ত্রাহি করছেন। তাড়াতাড়ি মানুষ সুবিচার পেতে চায়। গতি আনা চাই কাজে। ধৈর্যের একটা সীমা আছে।’

Topics

Dilip Ghosh  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment