কলকাতা টুডে ব্যুরো:তৃতীয় ঢেউয়ের পর থেকে ক্রমশ নিম্নগামী ছিল ভারতের কোভিড সংক্রমণের গ্রাফ। কিন্তু গত কয়েকদিন ধরে সেটা ফের ঊর্ধ্বমুখী। সংখ্যার বিচারে তেমন না হলেও এই গতি দেখে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২৪।ভারতে এখন সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে ৯৮.৭০ শতাংশে।বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ২.২৬ শতাংশ।২৪ ঘণ্টায় মোট কোভিড পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৫০ জনের।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যেই সাবালকদের ১৯৪ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদেরও কোভিড টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাড়ে তিন কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে ওই বয়সসীমায়।