Home সংবাদসিটি টকস উচ্চমাধ্যমিকের উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

উচ্চমাধ্যমিকের উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী তাঁর টুইটে জানিয়েছেন, ‘উচ্চমাধ্যমিকে সফল ও মেধাতালিকায় উঠে আসা সব পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা। শহরের পড়ুয়ারা তো আমাদের গর্বিত করেইছে, আমাদের জেলার ছেলেমেয়েরাও খুভ ভাল ফল করে দেখিয়েছে। এই সফলতার জন্য কুর্ণিশ জানাই সব স্কুল, শিক্ষক ও অভিভাবকদের। সংসদও এবার খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করে দিয়েছে। আগামী বছরের পরীক্ষাসূচীও ঘোষিত হয়ে গিয়েছে। যারা এবছর এই পরীক্ষায় অসফল হয়েছে তাঁরা আরও বেশি করে চেষ্টা কর আগামী বছরে যাতে ভাল পরীক্ষা দিতে পার তার জন্য।’

 

 

 

 

এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া জেলা রয়েছে প্রথম সাতে।

 

আরও পড়ুনঃ ২০২৩ সালের ১৪ মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা সংসদের

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি হওয়া মেধাতালিকায় প্রথম দশে উঠে এসেছে ২৭২ জন পরীক্ষার্থী! তাদের মধ্যে ছাত্র ১৪৪ জন, ছাত্রী ১২৮ জন। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। তবে এ বছরের মতো ‘হোম সেন্টার’-এ পরীক্ষা হবে না। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে।

Related Articles

Leave a Comment