কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৫৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৩৪৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৩৪ হাজার ১৪৫। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দৈনিক পজিটিভিটি হার ০.৪৭ শতাংশে রেকর্ড করা হয়েছিল এবং সাপ্তাহিক পজিটিভিটি হার ০.৫১ শতাংশে রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুনঃ মমতা বলেছিলেন ইমিডিয়েট পরেশ অধিকারীর মেয়েকে জয়েন করাও,’ বিস্ফোরক শুভেন্দু
অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮৭ হাজার ৪৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৫ লক্ষ ৬৪ হাজার ১২৭।