কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, সতর্ক স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে স্বাস্থ্য সচিব। করোনা আক্রান্তদের তথ্য নিয়মিত দেওয়ার জন্য নির্দেশ। হাসপাতালে করোনা আক্রান্তরা কেমন আছেন? জানতে কমিটি গঠন করল রাজ্য।
রাজ্যের ৫ স্বাস্থ্য-জেলায় কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম, বসিরহাটে বাড়ছে সংক্রমণ। বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সর্বাধিক। এখানে সংক্রমণের হার ১.১৬ শতাংশ। তারপর সংক্রমণের হার সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায়।
দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৮১ হাজার ৩৩৫