কলকাতা টুডে ব্যুরো:রাজস্তানের উদয়পুরে গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জগদীপ ধনকড়। তাঁর অভিযোগ, বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন আছে। তাঁর দাবি, রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে তাঁকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল।
রাজস্থানে এসে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, ‘রাজ্যপাল হিসেবে শোচনীয় পরিস্থিতির সাক্ষী হতে হয়েছে। ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বাংলায় শাসনব্যবস্থা চিন্তার বিষয়। বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। ভোটের পর যে হিংসা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট দেওয়ার পরিণামে মৃত্যু দেখেছি।’
আরও পড়ুনঃ KK-র মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
রাজস্থানে একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ বাংলার রাজ্যপাল। রাজস্থানের উদয়পুরে গিয়ে বাংলার পরিস্থিতি নিয়ে জগদীপ ধনখড় অভিযোগ করেন, বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন চলছে। আর এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।