কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবারের পর সক্রিয় রোগীর সংখ্যা দেশে বেড়ে হযেছে ৮৩ হাজার ৯৯০। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ কোটি ৩৩ লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, মূলত পাঁচ রাজ্যে সংক্রমণের পরিমাণের বেড়েছে অনেকটা। সেই রাজ্যগুলির দিকে নজর থাকবে। সেই নিয়ে কেন্দ্রীয় সরকার একটি বৈঠকও করবে বলে শোনা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন। মারা গিয়েছেন ৩৮ জন। বেরেছে মৃতের সংখ্যাও। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১০,৯৭২ জন।
আরও পড়ুনঃ কোলে সন্তান নিয়ে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক পত্নী রুজিরা
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা এক লাফে ২৩০৩ জন বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ০.১৯ শতাংশ বেড়েছে।