কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরও সামান্য বেড়ে হল ৯১১। মৃত্যুসংখ্যা মঙ্গলবার ছিল ৪, এদিনও তাই-ই রয়েছে। ফলে মৃত্যুসংখ্যা তেমন হেরফের ঘটেনি।
এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ১১১২০। এর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৭ জন। অর্থাত্ বরাবরের মতো এদিনও হাসপাতালে ভর্তির সংখ্যা কমই রয়েছে।
এদিনও করোনায় ৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৩৮০। এদিন নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১৩ হাজার ৩০৭। আর পজিটিভিটি রেট ছিল ৬.৮৫ শতাংশ।
Topics
Covid19 Vaccine Health Administration Kolkata