কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ২২৪ জন, একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।রাজ্যে একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। তবে উদ্বেগজনকভাবে বেড়েছে পজিটিভিটি রেট বা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে আক্রান্তের হার ৪.১৯%, একদিনে মৃত্যু হয়েছে মাত্র একজনের।
মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২২ হাজার ১৪১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২০৯। এদিন বাংলায় এক জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৭১ হাজার ৭৮৬। এদিন টেস্টিং হয়েছে ৫ হাজার ৩৪১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৪.১৯ শতাংশ। গতদিন সংক্রমণের হার ছিল ৩.৫০। এখন তা বেড়ে চারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
Topics
Covid19 Vaccine Health Administration Kolkata