Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় রাজ্যে corona আক্রান্ত ২ হাজার ৪৮৬ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে corona আক্রান্ত ২ হাজার ৪৮৬ জন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৪৮৬ জন। বুধবার এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫৫। উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা নিয়েও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবারও ৬ জনেরই মৃত্যু হয়। গত একদিনে বেড়েছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবার পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ, বুধবার যা ছিল ১৫.৪৭ শতাংশ।

কলকাতায় বৃহস্পতিবার আক্রান্ত ৩৯৬। বুধবার আক্রান্ত ৫১১ জন ছিল।
উত্তর ২৪ পরগনায় বৃহস্পতিবার আক্রান্ত ৩৯৯। বুধবার আক্রান্ত ৪১৩।দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার আক্রান্ত ১০২। বুধবার আক্রান্ত ছিল ৯৯।

বীরভূমের সংক্রমিতের সংখ্যাও পেরিয়েছে ৩০০-র গণ্ডি। একদিনে সেখানকার ৩১৮ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা।  দেড়শোর কাছাকাছি সংক্রমিতের খোঁজ মিলেছে জলপাইগুড়িতে। দুই বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুরের সংক্রমিতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। একদিনে মৃতদের মধ্যে কলকাতার ২ জন, দুই ২৪ পরগনা, মালদহ, জলপাইগুড়িতে একদিনে মৃত ১ জন করে।

Topics

Covid19 Vaccine Health Administration Kolkata

Related Articles

Leave a Comment