কলকাতা টুডে ব্যুরো:অবশেষে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনী। ধেয়ে আসছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। আগামিকাল থেকে জেলায় জেলায় শুরু হয়ে যাবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবারই বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত থেকে ধূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। তারপর থেকে দ্রুত গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। কিন্তু এটা স্থলভাগে ল্যান্ডফল করবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। স্থলভাগের সমান্তরাল গতিতে এগোবে। তার প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিেত প্রবল ঝড়বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়, শোক বার্তা মমতার
অশনির আশঙ্কায় কলকাতা পুরসভায় মঙ্গল থেকে বৃহস্পতিবার সব ছুটি বািতল করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম জরুরি বৈঠক করেছেন আধিকারীকদের সঙ্গে। ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম খোলা রাখা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সব মহকুমায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। জেলার সব পুরসভা এবং পঞ্চায়েত দফতরকে সতর্ক করা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই বিশাখাপত্তনম উপকূলের দিকে এগোতে শুরু করেছে অশনি। বঙ্গোপসাগরে তার গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার।