Home সংবাদসিটি টকস প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়, শোক বার্তা মমতার

প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়, শোক বার্তা মমতার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত রোগেই অনেকদিন ভুগছিলেন। মাঝে মধ্যেই চিকিৎসার প্রয়োজন হচ্ছিল। শনিবার শরীর অতিরিক্ত খারাপ হওয়াতেই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

এদিন তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা বলেন,”
এস কে রায়-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর।

 

 

দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজ- কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।”

 

আরও পড়ুনঃ ’পুলিশকে মাইনে দিয়ে না রেখে কুকুর পুষলে ভাল হতো,’ বিতর্কিত মন্তব্য মোহাম্মদ সেলিমের

মমতা আরও বলেন,”তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। তাঁর প্রয়াণে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
আমি সুনীলকান্তি রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Related Articles