Home সংবাদবর্তমান ঘটনা Cyclone Michaung: ‘মিগজাউম’এর তাণ্ডবে বিধ্বস্ত চেন্নাই

Cyclone Michaung: ‘মিগজাউম’এর তাণ্ডবে বিধ্বস্ত চেন্নাই

by Web Desk
Cyclone Michaung: ‘মিগজাউম’এর তাণ্ডবে বিধ্বস্ত চেন্নাই

মিগজাউমএর তাণ্ডবে বিধ্বস্ত চেন্নাই

‘মিগজাউম’এর তাণ্ডবে বিধ্বস্ত পরিস্থিতে চেন্নাই। বাঁধ ভাঙ্গা বৃষ্টিতে নাকাল চেন্নাইয়ের পরিস্থিতি। সূত্রের খবর ইতিমধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই নিজের শক্তি হারিয়ে নিম্নচাপে তৈরি হচ্ছে বলে জানাল হাওয়া অফিস।

নিম্নচাপের কারণে বৃষ্টিতে বানভাসি একাধিক রাজ্য

নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে বৃষ্টিতে ভাসছে একাধিক রাজ্যের বেশকিছু এলাকা। বুধবার সকালে, অন্ধ্রে ল্যান্ডফলের পর থেকেই শক্তি হারাতে শুরু করে মিগজাউম। অন্ধ্রপ্রদেশে ও গ্রেটার চেন্নাই এলাকায় তাণ্ডব চালিয়ে ক্রমেই সে গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে দুই রাজ্যের বিস্তীর্ণ এলাকা। চেন্নাই শহর এই মুহূর্তে জলমগ্ন।

নিজের শক্তি হারাতে পারে মিগজাউম

এদিন সকালে শক্তিক্ষয় করে উত্তর পশ্চিম তেলেঙ্গানা অঞ্চলে পৌঁছে নিম্নচাপে পরিণত হয়েছে মিগজাউম। আগামী ৬ ঘণ্টায় এর শক্তি আরও বেশকিছুটা হারাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।গ্রেটার চেন্নাইয়ের পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জলে ডুবে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ১০টি ঘটনা ঘটেছে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে চেন্নাইয়ের স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Related Articles

Leave a Comment