কলকাতা টুডে ব্যুরো:রাইসিনার রেসে দ্রৌপদী মুর্মুর সঙ্গে লড়াই যশবন্ত সিন্হার। প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে বিজেপি প্রার্থীর লড়াই। মঙ্গলবার যশবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা।
BJP’s presidential candidate Draupadi Murmu has received Z+ security as soon as her mame was announced by the party. That’s good!
But what about @YashwantSinha ? He’s also the Candidate & the ONLY candidate from the opposition.
Why would the rules be different in his case?
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) June 22, 2022
NDA-র তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে। তাঁকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
এ নিয়ে ট্যুইটে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ট্যুইটে লেখেন,” রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরই তাঁকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাল। কিন্তু যশবন্ত সিন্হার ক্ষেত্রে কী হবে? তিনিও বিরোধীদের প্রার্থী। তাঁর ক্ষেত্রে কেন আইন আলাদা হবে?”