Home সর্বশেষ সংবাদ করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মহা সঙ্কটে মহারাষ্ট্রের সরকার! শোনা যাচ্ছে বুধবারই সম্ভবত মুখ্যমন্ত্রী পদ ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে। আর এই দোলাচলের মধ্যেই বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের টুইটে। একের পর এক আপডেটে রীতিমত মুম্বই জুড়ে জোর রাজনৈতিক চর্চা। এই অবস্থায় পুরো পরিস্থিতি’র উপর স্পিকটি নট থেকে নজর রাখছে বিজেপি।

 

তার মাঝেই প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর করোনা সংক্রমণের খবর। করোনা পজিটিভ উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠক ভার্চুয়ালি করবেন তিনি। সাংবাদিক বৈঠক করে উদ্ধব ঠাকরের করোনা সংক্রমণের খবর দিয়েছেন কংগ্রেস নেতা কমল নাথ।

আরও পড়ুনঃ Maharashtra political crisis:উদ্ভব ঠাকরে- সঞ্জয় রাউতরা হাল ছাড়ছেন?

 

অন্যদিকে একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। বর্তমানে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

Related Articles

Leave a Comment