কলকাতা টুডে ব্যুরো:সম্প্রতি ছুটি কাটাতে আমেরিকায় গিয়েছিলেন রণবীর ও দীপিকা। উপলক্ষ্য ছিল রণবীরের জন্মদিন। আমেরিকার পাহাড়ে-জঙ্গলে একান্তে সময় কাটাচ্ছিলেন দীপবীর। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন এই দুই তারকা।
নিজেদের ভ্রমণের ছবি দিয়ে দীপিকা যে কথা লিখেছেন, সেটিই নজর কাড়ার মতো। রণবীরের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘আমাদের জীবন যেন চিরকাল ভরে থাকে এমন রকমারি অভিজ্ঞতা ও রোমাঞ্চে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের নাম বদল করে চালাচ্ছে রাজ্য সরকার, অভিযোগ স্মৃতি ইরানির
ছবিতে তারকা-দম্পতিকে কখনও দেখা যাচ্ছে একসঙ্গে সাইকেল চালাতে। কখনও বা তাঁরা পাহাড়ের গায়ে জলাশয়ের ধারে সময় কাটাচ্ছেন। একটি ভিডিয়োয় আবার রণবীরকে সেই জলে ঝাঁপ দিতে দেখা যায়। দাম্পত্য মানেই একঘেয়েমি নয়। একসঙ্গে আনন্দ করার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এক-এক জন দম্পতির কাছে। বিয়ের চার বছর পরও অনেক নতুন অভিজ্ঞার সাক্ষী হচ্ছেন তাঁরা দু’জন, এমনই যেন বার্তা দিলেন দীপিকা আর রণবীর।