কলকাতা টুডে ব্যুরো:বুধবার গুরুপূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল। দীক্ষাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার জন্য সারিবদ্ধভাবে সকাল থেকে প্রতীক্ষা করছেন ভক্তরা। সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দকে প্রণাম নিবেদন করবেন তাঁরা। করোনার কারণে গত দু’বছর ভক্ত সমাগমে সেভাবে গুরুপূর্ণিমা পালন করা যায়নি।
গত বছর কোভিড বিধি জারি থাকায় শুধুমাত্র মূল মন্দিরে প্রবেশ এবং প্রণাম করতে পেরেছিলেন দর্শনার্থীরা। ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারলেও, মহারাজদের সঙ্গে সাক্ষাৎ হয়নি।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ২,৬৫৯ জন
আষাঢ় মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। গুরুদের সমর্পিত এই দিনটি। এদিন নিজের গুরুজনের পুজো করা হয়ে থাকে। আমাদের জীবন ও চরিত্র গঠনে গুরু বা শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জীবনের নানান কঠিন সময় শিক্ষক আমাদের সঠিক পথ প্রদর্শন করেন। গুরুর প্রতি সম্মান ব্যক্ত করার জন্য গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত বিশেষ।