কলকাতা টুডে ব্যুরো:ঠান্ডা ঘরে বসে ফেসবুকে রাজনীতি করে বাংলার মানুষের পাশে থাকা যায় না। বাংলার মানুষের পাশে থাকতে গেলে মাঠে ময়দানে থাকতে হয়। রবিবার বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর প্রথম সাংবাদিক বৈঠকে এই ভাষাতেই পুরনো দলকে আক্রমণ করলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের নীচে এক সাংবাদিক বেঠকে অর্জুন এই মন্তব্য করেন।
অর্জুন বলেন, বিজেপি নেতারা এসি ঘরে বসে রাজনীতি করেন। তাঁদের সঙ্গে বাংলার মানুষের কোনও যোগ নেই। বাংলার মানুষের সঙ্গে থাকতে গেলে মাঠে ময়দানে থাকতে হয়। বিজেপি যে ভাবে এগোচ্ছে তাতে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই দিনে দিনে রাজ্যে বিজেপির প্রভাব কমছে।
অর্জুনের যোগদান নিয়ে এদিন পাল্টা আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। যাঁরা পুলিশকে নিয়ে রাজনীতি করেছেন, তাঁদের পুলিশের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা কঠিন। অর্জুন সিংয়েরও একাধিক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনিক চাপ অত্যাচার সহ্য করতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে আত্মসমর্পণ করলেন।” ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে প্রত্যাবর্তন করায় এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ আরও বলেন, “আসা যাওয়া পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গ হয়ে গিয়েছে। এসেছিলেন স্বাগত, যাচ্ছেন টাটা। পরাজয় বিজেপির হয়নি। সারা ভারতে বিজেপি ১ নম্বর হয়েছে। পশ্চিমবঙ্গে ২ নম্বর হয়েছে, ১ নম্বর হবে। বিজেপি বিজেপিতেই আছে। আমাদের মিশন আমরা পূরণ করব।”