Home সংবাদসিটি টকস ‘অনেক ভবিষ্যতবাণী করেন। দুর্ভাগ্যবশত সেগুলো সফল হতে আমরা দেখিনি ,’ মমতাকে কটাক্ষ দিলিপের

‘অনেক ভবিষ্যতবাণী করেন। দুর্ভাগ্যবশত সেগুলো সফল হতে আমরা দেখিনি ,’ মমতাকে কটাক্ষ দিলিপের

কাশফুল শিল্পের তত্বে আবারো বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী। উনি খুব দূরদর্শী' সাত সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে মমতাকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কাশফুল শিল্পের তত্বে আবারো বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী। উনি খুব দূরদর্শী’ সাত সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে মমতাকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের। তিনি বলেন, “অনেক ভবিষ্যতবাণী করেন। দুর্ভাগ্যবশত সেগুলো সফল হতে আমরা দেখিনি। এধরনের হালকা কথা বলে উনি জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন। সেই দেখে মদন মিত্রের মতো লোকেরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেন। তাতে কার লাভ হচ্ছে? এতে বাংলার কি লাভ হচ্ছে? রাজনীতির লাভ হচ্ছে নাকি পার্টির লাভ হচ্ছে। উনি কনোদিন সিরিয়াস পলিটিকস করেননি। কিছু হালকা কথা, এবং নাচা গানা মৌজ মস্তি ফালতু ডায়লগ মেরে রাজনীতি চালিয়ে যাবেন। এই দিয়েই চলছে।”

এর পাশাপাশি মানিকে তলব প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ” সিবিআই কোনো ব্যক্তি না। একজন না পারলে আরেকজন করবে। যে পদক্ষেপ সিবিআই নিয়েছে, যে রায় আদালত দিয়েছে, তা বেনজির। পাকা মাথার কাজ হচ্ছে। কাঁচা কাজ না। তথ্য নষ্ট করার জন্য পেশাদার সংস্থাকে ব্যবহার করা হয়েছে। ফলে সময় লাগবে। তারপর যখন ভিতরে ঢোকানো হবে, আর বেরনো যাবে না। অনেকে পাকাপাকি ভিতরে ঢুকে গেছে। আরও যাবে। অপেক্ষা করুন।”

Topics

Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment