Home সংবাদসিটি টকস উন্নয়ন নেই, আইনশৃঙ্খলা নেই, কোথায় আছে কেউ বুঝতে পারছেন না’, দিলীপ

উন্নয়ন নেই, আইনশৃঙ্খলা নেই, কোথায় আছে কেউ বুঝতে পারছেন না’, দিলীপ

DA মামলা এবার গড়াল সুপ্রিম কোর্ট অবধি। ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: DA মামলা এবার গড়াল সুপ্রিম কোর্ট অবধি। ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। রাজ্য সরকার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও, তা খারিজ করে দেয় আদালত। এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। যা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

দিলীপ বলেন, “সরকারের আর কোন কাজ নেই। লোয়ার কোট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই করতে থাকে ট্যাক্সের টাকা খরচা করে। নেতাদের বাঁচাবার জন্য নিজেদের মুখ বাঁচানোর জন্য কোটি কোটি ঘুরে বেড়াচ্ছে। উন্নয়ন নেই, আইনশৃঙ্খলা নেই, কোথায় আছে কেউ বুঝতে পারছেন না এখন নিজেদের বাঁচাবার লড়াই চলছে তাই দেখুন চারদিকে বোম বন্দুক খুনোখুনি আর দুর্নীতি চলছে।সরকার অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছে।

“সরকার হলফনামা দিয়ে বলেছে যদি DA দিতে শুরু করি তাহলে উন্নয়নমূলক কাজ করা যাবে না
টাকা নেই কেন বাকি রাজ্য সরকার গুলো কি করে দিচ্ছে? কেন্দ্র কি করে দিচ্ছে সমস্ত সরকারের মতো একই রেসিওতে বাংলার সরকারও পাচ্ছে না কেন কেন্দ্র থেকে তাহলে কেন DA পেনশন দেবেন না টাকা যাচ্ছে কোথায়? তারপরে সাড়ে চৌদ্দ লক্ষ জব কার্ড তার ১৬০০ কোটি টাকা বছরে লুট হচ্ছে ৬২ লক্ষ রেশন কার্ড বাতিল হল তার রেশন লুঠ হচ্ছে কত বড় পেট আপনাদের নেতাদের? কত টাকা চাই? সমস্ত টাকা পেটে চলে যাচ্ছে।”

Related Articles

Leave a Comment