Home সংবাদসিটি টকস SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে,CBI-এর হাতে গ্রেফতার প্রসন্ন রায়

SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে,CBI-এর হাতে গ্রেফতার প্রসন্ন রায়

গত ২৪ তারিখ গ্রেফতার হয়েছিল প্রদীপ সিং ,মূলত শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেই এই প্রদীপ সিং মিডিলম্যানের নাম উঠে আসে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গত ২৪ তারিখ গ্রেফতার হয়েছিল প্রদীপ সিং ,মূলত শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেই এই প্রদীপ সিং মিডিলম্যানের নাম উঠে আসে। তারপর প্রদীপ সিংকে জিজ্ঞাসাবাদ করার পরে মিডিলম্যান প্রসন্ন নাম উঠে আসে। এই প্রসন্ন এবং প্রদীপ সিং দুজনে একসাথে মিডিলম্যানের কাজ করতো।সূত্রের খবর, প্রসন্ন রয় পেশায় রংমিস্ত্রি ছিলেন এবং এই রংমিস্ত্রি থেকে কিভাবে তিনি কোটি কোটি টাকার মালিক হলেন সেটাও খুঁচিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা. সূত্রের খবর প্রসন্ন রয় এবং প্রদীপ সিং সল্টলেকের জিডি ব্লকের অফিসে বসে তারা শিক্ষক নিয়োগ করতেন।এই প্রসন্ন কুমার রায়ের একাধিক কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানির নামে তার প্রচুর সম্পত্তি রয়েছে। নিউটাউন রাজারহাট এলাকায় প্রচুর সম্পত্তি আছে। রাজারহাটের ধারসা মৌজায় প্রায় ১০ কাটা জায়গার ওপর বাংলো বাড়ি রয়েছে। বলাকা আবাসনে তার ফ্লাট রয়েছে। সেখানে মাঝে মধ্যে যেতেন। গত দু মাস আগে যান তিনি ওই ফ্ল্যাটে। নিউটাউনের একটি অভিজাত আবাসনে থাকেন তিনি। শুধু তাই নয় নিউটাউনের একাধিক জায়গায় জমি রয়েছে,রয়েছে গেস্ট হাউজ। দীঘা, পুরী, সুন্দরবন, ডুয়ার্স এবং দুবাইয়ে হোটেল রয়েছে। এছাড়া রাজ্যের টুরিস্ট স্পট গুলোতে রয়েছে রিসোর্ট।।তবে তার এই গ্রেফতারে নিউটাউন জুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে।

Topics

SSC Scam  CBI  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment