Home সংবাদবর্তমান ঘটনা ‘মমতা ব্যানার্জি আর সততার প্রতীক না তিনি দুর্নীতির প্রতীক’ : দিলীপ

‘মমতা ব্যানার্জি আর সততার প্রতীক না তিনি দুর্নীতির প্রতীক’ : দিলীপ

মঙ্গলবার কেশিয়াড়ি বিধানসভার নছিপুরে আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, "আগে আপনারা দেখতেন বড় বড় পোস্টারে মমতা ব্যানার্জির ছবি থাকতো সাদা শাড়ি আর হাওয়ায় চটি পরা নিচে লেখা থাকতো সততার প্রতীক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার কেশিয়াড়ি বিধানসভার নছিপুরে আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “আগে আপনারা দেখতেন বড় বড় পোস্টারে মমতা ব্যানার্জির ছবি থাকতো সাদা শাড়ি আর হাওয়ায় চটি পরা নিচে লেখা থাকতো সততার প্রতীক। এখন আর কোথাও দেখেন? আর কেউ টানায় না। তার কারণ ওটা আর সততার প্রতীক নয়, ওটা হচ্ছে দুর্নীতির প্রতীক। ওই ছবিটা লাগিয়ে ১০০ দিনের টাকা ঝেড়ে দিন কেউ কিছু বলবেনা। পুকুর কাটার টাকা ঝেড়ে দিন কেউ কিছু বলবে না। বিদ্যুতের টাকা ছেড়ে দিন। এই দুরবস্থা হয়েছে।”

এদিন দিলীপ সরাসরি কুনাল ঘোষকে কটাক্ষ করে বলেন, “আমি শুনলাম কাঁথিতে গেছে একজন বড় যে কোনদিনও রাজনীতি করেন নি, যেকোনো দিন নির্বাচনে প্রচার করে কাউকে জেতার নি। তিনি হচ্ছেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ। রোজ দেখবেন খুব ভাষণ দেন। উনার অভিজ্ঞতা আছে জেল খাটার। তিনি এসে বললেন আমাদের পার্টি থেকে কিছু বিক্ষুব্ধ লোক আছে তাদের নাকি তৃণমূলে জয়েন করাবেন। সেই দেখে ওদের মনে হলো আমরা একটু যোগদান মেলা করি। সবার কি আর সব সয়। তার পার্টির লোকেরা এসে বলল খবরদার এদের নেওয়া যাবে না। এদের নিয়েছেন তো মঞ্চ থেকে ঝেড়ে ফেলে দেবো। তারপর সে সবাই ভেস্তে গেছে। না হল বক্তৃতা না হল যোগদান পর্ব।”

Related Articles

Leave a Comment