Home সংবাদবর্তমান আপডেট ‘গত একটা বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়,’ কটাক্ষ Dilip Ghosh -এর

‘গত একটা বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়,’ কটাক্ষ Dilip Ghosh -এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:তৃতীয় তৃণমূল সরকার ১ বছর পূর্ণ করছে ২ মে। ২০২১-এর এই দিনেই ভোটগণনায় তৃণমূল ২১৩ আসনে জয়ী হয়। এব্যাপারে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, গত একটা বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেছেন, যাঁরা বলতেন মানুষ জিতিয়েছে, তাঁদের জন্যই মানুষ এখন হাহাকার করছে একটা বছর না যেতেই। তিনি বলেছেন, সাধারণ মানুষ যাঁরা ভাতায় প্রলুব্ধ হয়ে ভোট দিয়েছিলেন, তাঁরাই বেশি আক্রান্ত, অপমানিত, অত্যাচারিত। এই একটা বছর পশ্চিমবঙ্গের গণতন্ত্রে ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিজেপির মহামিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গতবছর আজকের দিনেই দলের বহু নেতা-কর্মীদের হত্যা করা হয়েছিল। বাড়ি-ঘর ভাঙা হয়েছিল, ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার মানুষ। এই দিনটা বিজেপি ভুলবে না, কাউকে ভুলতেও দেবে না। এদিন প্রাতর্ভ্রমণের পরে দিলীপ ঘোষ মৃত বিজেপি নেতাদের আত্মার প্রতি শান্তি কামনা করে তর্পণ করেন।২০২৪-এ বিজেপিকে কেন্দ্র থেকে উপড়ে ফেলা হবে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, সরকারটা এতদিন রয়েছে, তার পা শক্ত নয়, শেকড়ই হল না। শুধুমাত্রা যাঁরা কামাবে, টাকা কামিয়ে দলকে, দলের নেতাদের দেবে তাঁদের নিয়েই সরকার চলছে বলে মন্তব্য করেন তিনি। আজ সেই দলের মধ্যে থেকেই আওয়াজ উঠছে। দলের মধ্যে নিয়মানুবর্তিতা নেই, আইন মানে না, গণতন্ত্রে ধার ধারে না, সেইসব লোকই সরকার চালাচ্ছে, পার্টি চালাচ্ছে। সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষের দুর্গতি বলে মন্তব্য করেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল কেউ কড়া ভাষায় আক্রমণ শানান দিলীপ ঘোষ।

Topics

Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles