Home সংবাদসিটি টকস ‘এগুলো সব ছোটখাটো নমুনা,’Partha প্রসঙ্গে বললেন Adhir

‘এগুলো সব ছোটখাটো নমুনা,’Partha প্রসঙ্গে বললেন Adhir

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”এগুলো সব ছোটখাটো নমুনা। এটা তো সবে শুরু।এটা বাংলার মানুষ নতুন চেহারা দেখল তৃণমূলের। দিদি নিজেকে রানী রাসমনি বানানোর চেষ্টা করে।” পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর পাল্টা মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ।এদিন শারীরিক পরীক্ষার জন্য পার্থ অর্পিতাকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্য করে পার্থ চট্টোপাধ্যায় বলেন “আমি ষড়যন্ত্রের শিকার “তারপরে বিতর্কের ঝড় উঠছে রাজনৈতিক মহলে।

হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। গাড়ি থেকে নামতে চাইছিলেন না অর্পিতা। কান্নায় ভেঙে পড়েন অর্পিতা।

অর্পিতা কে হুইলচেয়ারে করে তদন্তকারীরা টেনে হেঁচড়ে হাসপাতালের ভেতরে ঢোকান। পার্থ চট্টোপাধ্যায় কেউ হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকানো হয়।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Adhir Choudhury Administration Kolkata

Related Articles

Leave a Comment