Home সংবাদসিটি টকস ‘৩৫৬ কথা উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক কেঁপে যাচ্ছে,’ কটাক্ষ দিলীপ ঘোষের

‘৩৫৬ কথা উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক কেঁপে যাচ্ছে,’ কটাক্ষ দিলীপ ঘোষের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”তেলের দাম ৫০ টাকা ৩৫৬ কথা উঠছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক কেঁপে যাচ্ছেবৃদ্ধি পেলে সারা দুনিয়াতে বৃদ্ধি পেয়েছে যে কোন প্রকার তথ্যের ভিত্তিতে যুদ্ধ করেছে অন্যান্য দেশে অনেক বেশি পেরেছে আমাদের সরকার দম আটকে রেখেছে আমাদের কিছুটা সহ্য করতে হবে।”এদিন মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন ,”চারটি বিজেপি শাসিত রাজ্যে আপনারা জানেন না পার্লামেন্টে ৩৫৬ ধারা জারি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করেছিলেন। রাজ্যগুলিতে ৩৫৬ জারি করা হোক আর যখন ৩৫৬ কথা উঠছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক কেঁপে যাচ্ছে তার ভাইয়েরা চিৎকার চেঁচামেচি করছে। আমরা মূলত ৩৫৬ ধারার পক্ষে নই আর বিজেপির সমর্থন করে না চাপিয়ে দেয় না কোন যান্ত্রিক ভাবে সরকার নির্বাচিত হয়েছে গণতান্ত্রিকভাবে তাদের চালাবার অধিকার আছে আমরা চাই গণতন্ত্রকে বাঁচিয়ে রেখে সরকার সাধারণ মানুষকে সুশাসন দিক।”

শশী পাঁজা বলেছেন সমাজকে কলুষিত করেছেন চিকিৎসক সমাজকে অপমান করেছেন।এই প্রসঙ্গে তিনি বলেন,”জানিনা উনার কেন মনে হয় যে, আমি কাউকে অপমান করি না। কেউ যদি নিজের থেকে অপমানিত হয় তার নিজের দায় দিলীপ ঘোষের দায় নয় বলে তিনি বলেন চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন কাশীপুরে মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত কমান্ড হাসপাতাল এ কেন আরজিকর হাসপাতালে হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন উনি ছিলেন আগে থেকে রিপোর্ট লিখে রাখেন খালি ডাক্তারকে দিয়ে সই করিয়ে নেন আজকে পোস্টমর্টেম রিপোর্ট বলুন বাকি সবকিছু পুলিশের এফআইআর লেখা উনারা লিখে দেন সেটা চাইছেন যে কোর্টের যে জাজমেন্ট হবে সেটাও পার্টি থেকে লিখে দেওয়া হবে কেবল জজকে দিয়ে সই করিয়ে দেবেন সেটা পাচ্ছেন না বলে উনাদের কষ্ট হচ্ছে।

কুনাল ঘোষ টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সৌরভ গাঙ্গুলীর বাড়ি যেতেই পারে। বিজেপির অন্যান্য নেতারা আমন্ত্রিত ছিলেন না নেতার পেছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে পড়েছেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন,” উনাকে কেউ নেমন্তন্ন করে না তার জন্য আমাদের কোনো দোষ নেই তাকে যদি কেউ যোগ্য মনে না করে বাড়িতে ডাকতে সাহস না পায় এই ধরনের দাগি লোকেদেরকে তার জন্য আমরা দায়ী নাকি আমাদের নেতাদের ডেকেছে তার জন্য নেমন্তন্ন পত্র দেখাতে হবে না আমি অনেক লোকের বাড়ি যাই অনেক লোক ডাকেন যারা অসামাজিক লোক তাদেরকে কেউ ডাকবে এটা ভাবছেন কেন।”

চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন প্রয়াগরাজ ললিতপুর নয় বিজেপির নেতা বলছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। এই প্রসঙ্গে তিনি বলেন,” আমি উল্টো যদি জিজ্ঞাসা করি যখন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানথেকে সেখান থেকে মোদীজি কে গালাগালি দেন তৃণমূলের নেতা হিসাবে বলেন না মুখ্যমন্ত্রী হিসাবে বলেন আগে নিজেরা স্ট্যান্ড ক্লিয়ার করুন তারপর আমাদের দিকে আঙ্গুল তুলবেন।

Topics

Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles