কলকাতা টুডে ব্যুরো:বুধবার রাতে বউবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়েছে। খসে পড়ছে ছাদের চাঙর। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। এই ঘটনার জন্য তৃণমূল নেতাদের কাঠগড়ায় তুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার রাতে বউবাজারের এই ঘটনা প্রসঙ্গে এদিন তিনি বলেন, ”এর জন্য মেট্রো রেল দায়ী নয়। মেট্রো রেল যে ড্রয়িং করেছিল, সেটা তৃণমূল নেতারাই পাল্টে দিয়ে বউবাজার দিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন। তড়িঘড়ি করতে গিয়ে এটা হয়েছে। কিছু ডিফেক্ট আছে হয়ত ওখানে, তাই বারবার এমনটা ঘটছে। এখন কলকাতার মানুষকে পাতাল প্রবেশের আগে ভয়েভয়ে বেঁচে থাকতে হবে।
খুবই চিন্তার বিষয়। মানুষের জীবনের সুরক্ষা দিতে পারছে না এই তৃণমূল সরকার।” এদিন দুর্গাপুত্রের বেনাচিতি বাজারে দলীয় কর্মীদের নিয়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও জেলা বিজেপি সাধারণ সম্পাদক অভিজিত দত্ত।
আরও পড়ুনঃ আচমকা বুকে ব্যথা,ফের হাসপাতালে ভর্তি Anubrata Mandal
সেখানে দিলীপ ঘোষ আরও বলেন, ”তৃণমূল সরকার কন্ট্রোল করতে পারছে না রাজ্যটাকে আর এর জন্য যে যার মতো করে কাজ করছে। বালি কয়লার বেআইনি টাকা নিয়ে ভিন রাজ্য জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল, সেই আশা অধরা থেকে যাবে তৃণমূলের। পেট্রোলের দাম বৃদ্ধির কথা বলছেন দিদিমনি, আর আলুর দাম বাড়ছে রাজ্যে, আবার এই রাজ্যে পেট্রোলের দাম অন্য রাজ্যের থেকে বেশি। এর উত্তর নেই তৃণমূলের কাছে।”